কেওক্রাডং দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ৫ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।এর সর্বোচ্চ বিন্দু তথা সামিট পয়েন্ট সমুদ্র পৃষ্ঠ থেকে ৯৮৬ মিটার /৩,২৩৫ ফুট উচ্চতায় অবস্থিত (বিতর্কিত)
কেওক্রাডং দেশের উত্তর-পূর্ব বান্দরবান জেলায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ,এর অবস্থান মায়ানমার সীমান্তের কাছাকাছি।বান্দরবান জেলার রেমাক্রি মৌজার থাইখং পাড়ার কাছে এর অবস্থান।কেওক্রাডং ট্রেক বাংলাদেশের পাহাড় প্রেমি ও পর্বতমালা অন্বেষণকারীদের কাছে সাধারণত একটি মিডিয়াম ডিফিকাল্ট ট্রেক হিসাবে বিবেচিত,যা হাইকারদের জন্য উপযুক্ত গন্তব্য।
বগালেক টু কেওক্রাডং ট্রেইলের প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্য,আদিবাসীদের সংস্কৃতি এবং জীবনযাপনের বৈচিত্রময় বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয়।
বহুদিন বান্দরবানের এই অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে ।
আমরা ০৫ জুলাই রাতে দেশের ৫ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিওরাডং⛰️(৯৮৬ মিটার /৩,২৩৫ ফুট)আরোহণ অভিযানে রওনা হব ইনশাআল্লাহ ।💚
আমাদের অভিযানের সঙ্গী হতে চাইলে আজই আপনার আসন নিশ্চিত করুন ।
‼️আসন সংখ্যাঃ ১২ জন (নির্ধারিত)‼️
বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন অথবা কল করুন: 01607083993(রাহাত)01727897667(আরাফ)
‼️(বাজেট=৭৫০০টাকা)‼️
❑ টুর টাইপ - এ্যাডভেনচার হীল ট্রেকিং(মিডিয়াম ডিফিকাল্ট ট্রেক)।
‼️ভ্রমন সম্পর্কিত বিস্তারিত পরিকল্পনাঃ-(অনুগ্রহ পূর্বক পড়বেন)
❑ ১০ তারিখ (বৃহস্পতিবার ) রাত ১০ টায় ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিবো।
❑ ১১ তারিখ (শুক্রবার) খুব ভোরে বান্দরবান নেমে চান্দের গাড়িতে করে রুমার উদ্দেশ্যে রওনা হব ।সকালের নাস্তা রুমা বাজারে করব।আর্মি/বিজিবি পার্মিশন নিয়ে গাইডকে সাথে করে আবারো চান্দের গাড়িতে বগালেকের উদ্দেশ্যে রওনা হব ।
আশা করি বেলা ১২.০০ টার মধ্যে আমারা বগা লেকের পাশে আদিবাসিদের লেক ভিউ কটেজে চেকইন করব । দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিব।বিকেলে বগা লেকের চারপাশ ঘুরে দেখব,আড্ডা দিব,আদিবাসিদের
জীবন-জীবিকা সম্পর্কে ধারণা নিব। রাতে আমরা বগালেকের ধারে বসে পূর্ণ চাঁদের সৌন্দর্য উপভোগ করব,তারা দেখবো।
❑ ১২তারিখ (শনিবার) খুব সকালে (৫ টার মধ্যে) ঘুম থেকে উঠে বগালেকে সূর্যোদয় দেখে ট্রেক করে দার্জিলীং পাড়ায় সকালের নাস্তা করব ।নাস্তা সেরে কিওকারাডং এর চুড়ার উদ্দেশ্যে ট্রেক শুরু করব | কিওরারাডং এর শৃঙ্গের উচ্চতা ১,২৩০ মিটার(৪,০৩৫ ফুট),ট্রেক করে দুপুরের খাবার কিওকারাডং এর চুড়ায় বসে খাবো।১২ তারিখ রাতটা আমরা কিওকারাডং এর এক মাত্র কটেজে থাকাব।
❑ ১৩ তারিখ (রবিবার)খুব সকালে (৫ টার মধ্যে) ঘুম থেকে উঠে কিওকারাডং এর চুড়ায় সূর্যাস্ত দেখব | 🌅সকালের নাস্তা সেরে বগালেকের দিকে নেমে আসার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবো ।পাহাড় থেকে নেমে খাবার খেয়ে বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা হবো ।পথে দেখবো শৈল প্রপাত ও নীলাচল। সময় থাকলে মেঘলাও ঘুরে দেখবো, সন্ধায় সময় থাকলে বার্মিজ মার্কেটে কেনাকাটা করার সুযোগ থাকবে। রাত ১০:০০ টার মধ্যে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা ।🚍
❑ ১৪ তারিখ(সোমবার)সকাল ৬.০০ টায় ঢাকায়
থাকব।
❑ দর্শনীয় স্থান সমূহঃ
* বগালেক ।
*কিওকারাডং পাহাড় ।
* শৈল প্রপাত ।
* নীলাচল।
*দার্জিলীং পাড়া,পাসিং পাড়া সহ বেশ কিছু পাহাড়ি পাড়ায় মেঘ দেখব ।
❑ যা যা থাকছেঃ
১। ঢাকা-বান্দরবান-ঢাকা বাস টিকেট (ননএসি,চেয়ার কোচ)।
২। রুমা-বগালেক-কিওকারাডং ট্রেকের দুইদিনের
গাইডের খরচ ।
৩।আর্মি ক্যাম্পে ফরম ফিলাপের খরচ।
৪। বগালেকের পাশে ১ রাত এবং কেওক্রাডং এর উপরে কটেজে ১ রাত থাকার খরচ ।
৫। প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার ( স্থানীয় খাবার)
৬। বান্দরবান - বগালেক-কিওকারাডং অভ্যন্তরীণ পরিবহনের জন্য ২ দিনের জন্য চান্দের গাড়ীর খরচ ।
৭। নীলাচলের খরচ ।
❑ যা যা থাকছে নাঃ
> কোন ব্যক্তিগত খরচ
>যাত্রা বিরতিতে খাবার
>প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
>ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ
> এনআইডি অথবা জন্মনিবন্ধনের কপি ।
>একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি
>মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
>টর্চ লাইট।
>গ্লুকোজ / সেলাইন, অবশ্যই পানির বোতল
>ছাতা, গামছা, ক্যাপ বা হ্যাট নিবেন
>সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)
>টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
>পাওয়ার ব্যাংক।
***কনফার্ম করার শেষ সময় ৭ জুলাই ২০২৫ ইং ।
কনফার্ম করার জন্য বিকাশে খরচ সহ ২০৪০/- টাকা পাঠাতে হবে । বাকী টাকা বাসে উঠার আগে পরিশোধ করতে হবে।‼️
❑ ট্যুর চলাকালীন বর্জনীয় :
***বিকাশ পার্সোনাল নম্বরঃ
{রাহাত} 01910359808(Bkash)
#বিশেষ দ্রষ্টব্যঃ
>অনুগ্রহ করে সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনার বিস্তারিত বিবরণ পড়ে বুকিং করবেন ।পরবর্তীতে কোন অযৌক্তিক অভিযোগ গ্রহণযোগ্য হবে না ॥‼️
>যেহেতু কেওক্রাডং চূড়ার উচ্চতা কিছু অংশে চ্যালেঞ্জিং হতে পারে,বিশেষ করে সরু রাস্তার কারণে,এটি সাধারণত একটি মিডিয়াম ডিফিকাল্ট ট্রেক হিসাবে বিবেচিত হয়, যা হাইকিং অভিজ্ঞতাসম্পন্নদের জন্য উপযুক্ত। তাই শারিরীক ভাবে সুস্থ এবং মোটামুটি ৪-৬ ঘণ্টা পায়ে হেঁটে আরোহণ করার জন্য মানসিক প্রস্তুতি থাকা বাধ্যতামূলক‼️
>পাহাড়ি পরিবেশে নিজেকে মানিয়ে নেবার জন্য মানষিক প্রস্তুতি থাকা বাধ্যতামূলক ।‼️
>অপচনশীল দ্রবাদি যেমন পলিথিন, প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে নীজ ব্যাগে রাখবো ।‼️
>গাইড ও এডমিনের নির্দেশনা মানা বাধ্যতামূলক ।‼️
বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন
অথবা কল করুন: 01607083993(রাহাত)
01727897667(আরাফ)
পেজ লিংকঃ
https://www.facebook.com/share/1GFenrX4Sv/?mibextid=wwXIfr
গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/share/g/19zASnF4uq/?mibextid=wwXIfr